Who We Are
ওরেবল্যান্স বিডি, ২০১৭ সালে প্রতিষ্ঠিত। আমরা প্রতিবছর উল্লেখযোগ্য পরিমানে দক্ষ ফ্রিল্যান্সার তৈরী করছি। অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি সেক্টরে আমরা অপ্রতিদ্বন্দ্বী।
আমাদের ট্রেইনার এবং সাপোর্ট টিমের এই কম্বিনেশন অন্যতম সেরা।
Our Mission
কম্পিউটার ও ইন্টারনেট ভিত্তিক জ্ঞান এর মাধ্যমে একটি দক্ষ ফ্রিল্যান্সার জনগোষ্ঠি তৈরী করা আমাদের লক্ষ্য। যারা ফ্রিল্যন্সিং এর মধ্যমে নিজেদের এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।
Our Vision
WEBLANCEBD মানসম্পন্ন, দক্ষ এবং পরিপুর্ণ প্রশিক্ষণের মাধ্যমে অদক্ষ জনশক্তির বিরাজমান চাহিদা মেটাতে দেশের একটি স্বীকৃত মডেল প্রাইভেট ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট হওয়ার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে।